ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

৮১৮ শিশু ধর্ষণের শিকার, আত্মহত্যা ৭৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১২ মার্চ ২০২২ | আপডেট: ১৯:১৩, ১২ মার্চ ২০২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশে ২০২১ সালে ৮১৮টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল ৬২৬। বাংলাদেশের মানুষের জন্য ফাউন্ডেশন ফেব্রুয়ারি মাসেই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

নানা কারণে ৭৮টি শিশু আত্মহত্যা করেছে বলেও উঠে এসেছে ওই প্রতিবেদনে।

মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, যেসব কারণে শিশুরা আত্মহত্যা করেছে বা করার চেষ্টা করেছে, তার মধ্যে উত্যক্ত হওয়া, ধর্ষণচেষ্টা বা ধর্ষণের শিকার, ধর্ষণ বা শ্লীলতাহানির বিচার না পাওয়া এবং সাইবার ক্রাইম বা ব্ল্যাক মেইলের শিকার হওয়ার মতো ঘটনা রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ ঘরের কড়িকাঠের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক কিশোরী। ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে করে স্বজনরা। ধর্ষণের শিকার হয়েই রাগে ক্ষোভে আত্মসম্মানের ভয়ে সে আত্মহত্যা করেছে বলেই ধারণা করছে পুলিশ।

এদিকে, যে উত্ত্যক্তকারীর নির্যাতনের শিকার হয়ে সুইসাইড নোট লিখে ওই কিশোরী আত্মহত্যা করেছে, সেই অভিযুক্তকে তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‍্যাব।

এই ঘটনার প্রেক্ষিতেই উঠে আসল মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিবেদনের এসব তথ্য। সূত্র- বিবিসি বাংলা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি