ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাশিয়া-ইউক্রেন বিষয়ে সঠিক অবস্থানে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ২২:০২, ১৩ মার্চ ২০২২

চীনা রাষ্ট্রদূত লি জিমিং

চীনা রাষ্ট্রদূত লি জিমিং

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ সঠিক অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। চীন এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় এবং দুইপক্ষ চাইলে আলোচনায় সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। 

রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। লি জিমিং এসময়ে কথা বলেন সমসাময়িক নানা বিষয়ে। উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রোহিঙ্গা ইস্যু।

লি জিমিং জানান, রাশিয়া ও ইউক্রেন উভয়েই চীনের বন্ধু। তাই সংকট সমাধানে আলোচনার পরামর্শ তার। তিনি বলেন, এই ইস্যুতে বাংলাদেশ ও চীনের অবস্থান প্রায় একই।

এসময় তিনি চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের অভিযোগকে পশ্চিমাদের অপপ্রচার বলে মন্তব্য করেন। এ বিষয়ে জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান লি জিমিং। 

সেইসঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেও স্বীকার করলেন চীনা রাষ্ট্রদূত। জিমিং বলেন, এতোদিনেও বিষয়টির সমাধান না হওয়াটা দুঃখজনক। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ভিডিওতে দেখুন-

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি