ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সবার মতামত নেয়া হচ্ছে: সিইসি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ২১:৫৮, ১৩ মার্চ ২০২২

সিইসি কাজী হাবিবুল আউয়াল

সিইসি কাজী হাবিবুল আউয়াল

আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক ও প্রকৃত অংশীদারত্বমূলক হয়, সেই লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘আমরা অধিক অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন চাই। এজন্য শিক্ষাবিদদের মতামত নিয়ে আরও সমৃদ্ধ হব।’ 

রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে শিক্ষাবিদদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইতোমধ্যে আমাদের সংলাপের উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে। এই কমিশন নবগঠিত কমিশন। কমিশনের কাজ হচ্ছে- জাতীয় সংসদ নির্বাচন ও লোকাল গভর্নমেন্ট নির্বাচন সম্পন্ন করা।’ 

সিইসি এসময় শিক্ষাবিদদের প্রসঙ্গে বলেন, সংলাপের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত উঠে আসবে। সেজন্য আমাদের পক্ষ থেকে কী কী করণীয় হতে পারে, আপনাদের (শিক্ষাবিদ) মতামত নিয়ে আমরা অনেক কিছু আহরণ করতে পারব, আরও ঋদ্ধ হব।

ভিডিওতে দেখুন-

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি