ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১৪ মার্চ ২০২২

উৎপাদন ও ভোক্তা পর্যায়েই শুধু নয়, আমদানি পর্যায়েও ভোজ্য তেলে ১০ শতাংশ ভ্যাট কমছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমদানি পর্যায়ে ১০ শতাংশ কমে ভ্যাট ৫ শতাংশ হচ্ছে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। এবং ভোক্তা পর্যায়েও ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কি না ব্রাজিল বলতে পারবে, কারণ ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।

টিপু মুনশি বলেন, যার পাঁচ লিটার তেল দরকার সে ১০ লিটার কিনলে ঠেকানো সম্ভব হবে না। 

এছাড়া রমজান উপলক্ষে রয়েছে বাড়তি চাপ। এ কারণে যার যতটুকু দরকার ততটুকুই কেনার আহ্বান জানান মন্ত্রী।  

বর্তমানে দেশে যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ আছে, যা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে বলেও জানান তিনি। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি