ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পর্দা নামছে একুশে বইমেলার (ভিডিও)

প্রণব চক্রবর্তী

প্রকাশিত : ১৫:৪৩, ১৭ মার্চ ২০২২

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ বৃহস্পতিবার। সরকারি ছুটির সকাল থেকে বইপ্রেমীরা কিনেছেন নিজেদের পছন্দের বই। মাসব্যাপী মেলায় বইয়ের কাটতিতে সন্তষ্ট প্রকাশকরা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এদিনের বিশেষ শিশু প্রহরে আনন্দে মাতোয়ারা তারা।

লেখক আর পাঠকের একমাসের মিলন মেলার শেষ দিনে চারিদিকে যেন বিষাদের সুর। সকালে তাই দ্বার খুলতেই বইপ্রেমীদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। শেষ সময়ে বিভিন্ন স্টল ঘুরে কিনেছেন পছন্দের বইগুলো।

বইপ্রেমীরা জানালেন, “আজ শেষ দিন, তাই ভাবলাম শেষ হওয়ার আগে শেষ করে নেই কিছু কেনাকাটা। আগামী বছর আবার এই সমৃদ্ধির মেলা সমৃদ্ধিটা নিয়ে আসুক, সেটা আশা করছি।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ছিল বিশেষ শিশু প্রহর। যা বাড়তি আনন্দ দিয়েছে শিশুদের।

শিশুরা জানাল, “এখানে নানা ধরনের বই পড়ে ভাল লাগে। তাই আসি।”

এক অভিভাবক বলেন, “আজ ছুটি পাওয়া গেল তাই চিন্তা করলাম মেয়ের স্বপ্ন পূরণ করি, বইমেলায় ঘুরে আসি।”

মাসব্যাপী মেলায় বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশক ও বিক্রেতারা।

বিক্রেতা বলেন, ফেব্রুয়ারিতে ভাল সাড়া পেয়েছি। ওই ১৪ দিন বেচাবিক্রি খুবই ভাল ছিল। মার্চে যখন মেলার সময় বাড়ান হল এই সময়ে বিক্রি একটু কম। কিন্তু মোটকথা ভালই হয়েছে।

৩১তম দিনে এসেও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষের ছিল সুচারু পদক্ষেপ। বরাবরের মতই মেলায় প্রবেশসহ সব জায়গায় মানা হয় স্বাস্থ্যবিধি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি