ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন সোমবার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ২০ মার্চ ২০২২ | আপডেট: ১২:১৯, ২০ মার্চ ২০২২

দেশের সবচে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে সোমবার। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন। বিশিষ্টজনেরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র ঘিরে বদলে যাবে দক্ষিাণাঞ্চলের অর্থনৈতিক চালচিত্র।

বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কেন্দ্রটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা এলাকায় তাই সাজ সাজ রব। 

স্থানীয় বাসিন্দারা জানান, “অল্প সময়ের মধ্যে পায়রা বন্দরকে ঘিরে এই অঞ্চলে একটা শিল্পনগরী তথা সামাজিক বড় উন্নয়ন ঘটবে।”

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত করা হয়েছে রং-বেরংয়ের ২২০টি নৌকা। প্রতিটি নৌকায় ৫ জন করে ১১শ’ জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

তাপ বিদ্যুত কেন্দ্রটিকে ঘিরে দক্ষিণাঞ্চল তৃতীয় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, “এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি ঘিরে আমাদের দক্ষিণাঞ্চলে ইপিজেড হবে। জাহাজ নির্মাণ কারখানাটিও এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটিকে ঘিরে।” 

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ‍ুদ্বোধনের পাশাপাশি সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের বিষয়টিও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।”

এক হাজার একর জমির উপর নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ফেজ নির্মাণে ব্যয় হয়েছে ২ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার। কেন্দ্রটি চালু রাখতে প্রতিদিন দরকার হবে ১৩ হাজার মেট্রিক টন কয়লা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি