ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ২৪ মার্চ ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। সেইসঙ্গে বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করে যাচ্ছেন তা জানতে হবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগ আয়োজিত ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মের সামনে মিথ্যা ভরা তথ্য তুলে ধরা হয়েছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস নিজের গতিতে চলে। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর ইতিহাস জেনে কারা বঙ্গবন্ধুর ঘাতক ছিল, কারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিচার বুদ্ধি দিয়ে সামনের দিকে অগ্রসর হবে। বঙ্গবন্ধুর দেশের প্রতি যে টান, পরিবার-পরিজন রেখে তিনি জেলখানায় কাটিয়েছেন, নতুন প্রজন্ম এগুলো জানবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‌‘একজন ঘোষণা করলো আর দেশ স্বাধীন হয়ে গেলো, বিষয়টি তো এমন নয়। এর জন্য ধাপে ধাপে আন্দোলন হয়েছে, সবকিছু হয়েছে। মানুষের আধ্যাত্মিক অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা তাঁর চাওয়া-পাওয়ার ধারাবাহিকতায় দিকে যাচ্ছেন।’

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, ‘স্বাধীনতার জন্য হাজার বছর অপেক্ষা করতে হয়েছে একজন বঙ্গবন্ধুর জন্য। তার বিচক্ষণতায় স্বল্প সময়ে একটি পতাকা, একটি দেশ, একটা মানচিত্র উপহার পেয়েছি আমরা। বঙ্গবন্ধুর হাজার বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হওয়া মানুষের মুক্তিতে অনস্বীকার্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের মানুষের মুক্তিদাতা, ত্রাণকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা জীবন বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছেন তিনি।’

আইজিপি বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ও আত্মমর্যাদাশীল জাতির জন্য লড়াই করে গেছেন জাতির পিতা। প্রতিটি সৃষ্টির পেছনে প্রসব বেদনা রয়েছে। পরিবর্তনের জন্য বেশি লোকের দরকার হয় না। আমরা পরিবর্তনের সেই ক্ষণের জন্য অপেক্ষায় থাকবো।’ এই প্রতিযোগিতায় যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান আইজিপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুইজ বিজয়ী শিক্ষার্থী অভিভাবকরা।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি