ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব কোম্পানিগুলোর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২৪ মার্চ ২০২২ | আপডেট: ২১:৫২, ২৪ মার্চ ২০২২

অন্য ৬ টি সরবরাহকারী প্রতিষ্ঠানের মত দাম বাড়াচ্ছে জালালাবাদ ও কর্ণফুলী গ্যাস কোম্পানি। এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কারিগরি কমিটি সরবরাহকারী এই ২টি প্রতিষ্ঠানের গ্যাসের দাম ২০শতাংশ  বাড়ানোর সুপারশি করে। এটি কার্যকর হলে এক চুলা ৯৭৫ টাকা এবং ২ চুলায় ১হাজার ৮০ টাকা হবে। শুনানীতে বিইআরসির চেয়ারম্যান প্রিপেইড মিটার কার্যক্রম বন্ধ থাকায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি-র গণ শুনানীর শেষ দিনে গ্যাসের দাম বাড়ানো নিয়ে বক্তারা কথা বলেন। 

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উন্নয়ন কাজসহ অন্যান্য কারণে গৃহস্থলিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৪ টাকা ৭৭ পয়সা করানোর  কথা।

বিইআরসির কারিগরি টিমের মূল্যায়নে ২০ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করে। 

শুনানীতের নাগরিক সমাজসহ ভোক্তারা দাম বাড়ানের বিপক্ষে মত দেন। তাগিদ দেন দূর্নীতিসহ  অপচয় কমানোর।

কর্ণফুলী গ্যাসও দাম বাড়ানোর প্রস্তাব করে। আর প্রতিঘনমিটার গ্যাসের দাম ১২ টাকা ৬০ পয়সা থেকে ১৮ টাকা করার প্রস্তাব করে বিইআরসির কারিগরি টিম।

সব কিছু বিবেচনায় দাম নির্ধারণ করা হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান মো: আব্দুল জলিল। তাগিদ দেন গ্যাসের মিটার কার্যক্রম সম্পন্ন করার।

গ্যাসের দাম নির্ধারণের শুনানীতে প্রায় সবগুলো কোম্পানি দাম বাড়ানোর একই হার বেধে দেয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি