ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টিপু-প্রীতির খুনিদের রেহাই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২৫ মার্চ ২০২২

জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের ঘটনায় যারাই কলকাঠি নাড়ুক না কেন তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘এ ঘটনার রহস্য উন্মোচনে ডিবি-র‌্যাবসহ সবাই কাজ করছে। আমরা মনে করি, যারা এ ঘটনা ঘটিয়েছে খুব শিগগিরই এর রহস্য উদঘাটন করতে পারবো।’’

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয় ইঙ্গিত করে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রয়েছে।’’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি