ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নান্দনিক শৈলীতে বঙ্গবন্ধুর ছয় দফা প্রকাশ (ভিডিও)

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৯, ২৬ মার্চ ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবের ছয় দফা দাবির প্রেক্ষাপট প্রকাশ পেয়েছে নান্দনিক শৈলীতে। ঐতিহাসিক মুজিবনগরে ছয় স্তরের মনোমুগ্ধকর গোলাপ বাগানটি দেখতে আসেন হাজারো মানুষ।

বাগান জুড়ে লাল, সাদা, কমলা, আর মিষ্টি রঙের বাহারি গোলাপ। ঘ্রাণে-গন্ধে মাতোয়ারা দর্শনার্থী। ফুলের এমন ইতিহাস বিনির্মাণে মুগ্ধ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির প্রেক্ষাপট তুলে ধরতে ছয়টি স্তরে ছয় রকমের গোলাপ দিয়ে বাড়ানো হয়েছে বাগানের আভিজাত্য। ব্যতিক্রমী কাজটি শেষ হয় ২০০৩ সালে।

রঙের যেনো কমতি নেই বাগানে। সাদা-হলুদ-কমলার পাশাপাশি আছে বিচিত্র রঙের গোলাপ। সুপার স্টার, কুইন এলিজাবেথ, হলুদ কিংস র‌্যানসম, লাল মিলানডি আর গাঢ় গোলাপী তাজমহল-সৌন্দর্যে এনে দিয়েছে বহুমাত্রিকতা। সবমিলে দু’হাজার দুশ’ জাতের ফুল রয়েছে বাগানটিতে।

মাধুর্যের বাগানে সম্প্রতি ঘুণ ধরেছে। শুরুর দিকে নিরুপাধি যে সৌন্দর্য ছিল, এখন তা অনেকাংশেই ম্লান।   জীর্ণ গোলাপ অঙ্গণে লাবণ্য ফেরানোর দাবি বনবিভাগের।

দর্শণার্থীরা জানান, “চুয়াডাঙ্গা থেকে ঐতিহাসিক মুজিবনগর দেখার জন্য এসেছি। বঙ্গবন্ধুর যে ছয় দফা দাবি ছিল, সেই দাবিকে ঘিরে ছয়টা ধাপে ছয় প্রজাতির গোলাপ দিয়ে সাজানো হয়েছে।”

মুজিবনগর উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ মিশু বলেন, “২২শ’ প্রজাতির গোলাপ চারা দিয়ে ছয় স্তর বিশিষ্ট গোলাপ বাগান। ছয়টি কালারের ছয়টি প্রজাতি নিয়ে আমরা বাগানটি করে থাকি।”

মেহেরপুর বনবিভাগের উপ-পরিচালক জাফর উল্লাহ বলেন, “অক্লান্ত পরিশ্রম করে আমরা ছয় স্তরে আনার মূল যে ম্যান্ডেট ছিল ছয় প্রজাতির গোলাপ সাজাতে সক্ষম হয়েছি।”
 
ইতিহাসনির্ভর বাগানটিতে বঙ্গবন্ধুর ছয় দফা তুলে ধরে স্বাধীনতা আন্দোলনের সৌরভ যেনো অচিরেই ছড়াতে পারে- এমন দাবিই করেছেন মুজিবনগর কমপ্লেক্স কর্তৃপক্ষ।   

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি