ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২৬ মার্চ ২০২২

১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের এখনো ক্ষমা না চাওয়া দুঃখজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই সাথে এই ঘটনায় ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব মন্তব্য করেন তিনি। 

একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা না চাওয়ার বিষয়ে আব্দুল মোমেন বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক। পাকিস্তানিদের লজ্জা পাওয়া উচিত। তৎকালীন সময়ে পাকিস্তানের মিলিটারি যোদ্ধারা এত বড় অপকর্ম ও গণহত্যা করেছে। এমনকি পাকিস্তান সরকারের প্রতিবেদনেও বলা হয়েছে, এরা অতিরিক্ত নির্যাতন করেছে। মানবাধিকার লঙ্ঘন করেছে।’’ 

পাকিস্তান সরকারের ক্ষমা চাওয়া উচিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘পাকিস্তান দেশি–বিদেশি সব মানবিক আইন লঙ্ঘন করেছে।  পাকিস্তান সরকারের ক্ষমা চাওয়া উচিত।’’

পরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি