ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কর্মব্যস্ত হতে চলেছে রাজধানীবাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:২৬, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ আনন্দ শেষে নগরবাসী ফিরতে শুরু করায় আবার কর্মব্যস্ত হতে চলেছে রাজধানীবাসী। আজ অধিকাংশ বেসরকারী অফিস, কল-কারখানার ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে বাস, ট্রেন, লঞ্চে ঢাকায় ফিরছে মানুষ।
ভোরের আলো ফোটার আগেই দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আসতে থাকে যাত্রীবাহী লঞ্চ। প্রতিটিইতেই উপচেপড়া ভীড়।
একই চিত্র কমলাপুর রেল স্টেশনে। স্বজনদের সাথে ঈদ আনন্দ উৎযাপন করে আবারো ফেরা কর্মস্থলে ।
বাসটার্মিনালগুলোতেও ভীড়। ফিরতি পথেও ভোগান্তির অভিযোগ অনেকে।
এদিকে, বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফিরতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। বাস-ট্রেনের টিকেট সংকট আর যানজটের ভোগান্তি নিয়েই ফিরতে হচ্ছে কর্মজীবীদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি