ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

জাতীয় সংসদের অধিবেশন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৯ মার্চ ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। অধিবেশন শুরুর পর বিলের ওপর জনমত যাচাই শুরু হয়েছে।

শুরুতেই সংসদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এছাড়া অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরপর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), উপস্থাপনীয় কাগজপত্র ও কমিটির রিপোর্ট উপস্থাপন, বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যাবলী নিয়ে আলোচনা শুরু হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি