ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গ্যাস সিলিন্ডার ব্যবহারে গৃহিনীদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ২৯ মার্চ ২০২২

অগ্নিদুর্ঘটনা থেকে সতর্ক থাকার পররামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “আগুন থেকে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এ জন্য একটি বিশেষ সচেতনামূলক প্রচারণা চালাতে হবে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরো সচেতন হতে হবে। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় বেশি সতর্ক থাকতে হবে গৃহিনীদের।”

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ প্লাস্টিকন আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড জাতীয় ইনস্টিটিউট আয়োজিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “রান্নার পর গ্যাস সিলিন্ডারের চাবিটি যত্ন করে বন্ধ করতে হবে। শিল্প কারখানাতেও দাহ্য পদার্থ ব্যবহারের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।”

এসময় প্রধানমন্ত্রী জানান সরকার দেশের স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি দেশের কোনো নাগরিক যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রেখে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, “আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি।”

প্রধামন্ত্রী বলেন, “১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের স্বাস্থ্যখাতকে অবহেলিত অবস্থায় রাখা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ শুরু করে আজকের এ অবস্থায় নিয়ে এসেছে।”

শেখ হাসিনা বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় চিকিৎসকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জন্য কাজ করেছেন। চিকিৎসক ও নার্সরা মানবিকতার ক্ষেত্রে অনন্য নজীর স্থাপন করেছেন।”
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি