ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এখন থেকে সড়ক পথেও যাওয়া যাবে ভারতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ০৮:৪৩, ৩০ মার্চ ২০২২

করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সড়কপথে টুরিস্ট ভিসায় যাওয়া যাবে ভারত। এছাড়া এখন থেকে টুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ইমেইল কনফারমেশন প্রয়োজন হবে না।

ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য টুরিস্ট ভিসায় শুধু আকাশপথে ভ্রমণের অনুমোদন ছিল, তারা চাইলে সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন। এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে টুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে, এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ঐ ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একই সঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

উল্লেখ্য, করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু করা হয়। তবে, সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এখন থেকে স্থলপথেও টুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি