ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ২০:৩৫, ২ এপ্রিল ২০২২

সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজের মৃত্যুতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার এবং মাইশা’র পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ারও দাবি করা হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ৮শ’ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। 

শুক্রবার (১ এপ্রিল) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উদ্দেশ্যে উত্তরার বাসা থেকে স্কুটি নিয়ে বের হন মাইশা মমতাজ মীম। পথে কুড়িল ফ্লাই ওভারে ঢালে কাভার্ড ভ্যানের ধাক্কা আহত হন মইিশা।

পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মাইশাকে দাফন করা হয় গাজিপুরের কালিয়াকৈরের নিজ গ্রামে।

এদিকে সিসিটিভির ফুটেজ দেখে চট্টগ্রাম থেকে বাসের চালক সাইদুল ইসলাম ও সহকারি মসিউর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

মাইশার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেম যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ৮ শ শিক্ষার্থী নিহত হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি