ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ক্ষতিগ্রস্ত তিনটি কূপে গ্যাস সরবরাহ স্বাভাবিক: শেভরন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ৫ এপ্রিল ২০২২

হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ছয়টি কূপের মধ্যে তিনটি কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে এসেছে। গ্যাসক্ষেত্রটির দায়িত্বে থাকা মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন এ খবর জানিয়েছে।  

শেভরনের কমিউনিকেশন ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স শেখ জাহিদুর রহমান জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ৬টি কুপের মাঝে ৩টির মেরামত কাজ শেষ হয়েছে। মঙ্গলবার থেকে এই তিনটি কূপ চালু হয়েছে। তবে অবশিষ্ট তিনটি কূপ মেরামত কাজ কবে শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 

শেখ জাহিদুর রহমান জানান, বিবিয়ানার ছয়টি কূপ থেকে শনিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্লান্টকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে দ্রত উদ্যোগ নেয় এবং তিনটি কূপের মেরামত শেষ হয়েছে। 

দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের সংযোগ হয়ে প্রতিদিন ১৭০০ মিলিয়ন ঘনফুটের চেয়ে বেশি গ্যাস পেয়ে থাকেন গ্রাহকরা। আর দেশের ২২টি গ্যাসক্ষেত্রের মধ্যে বেশির ভাগ গ্যাস আসে শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে। যা দেশের মোট উৎপাদিত গ্যাসের ৪১ শতাংশ বিবিয়ানা থেকে আসে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি