ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হৃদয় মন্ডলের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৯ এপ্রিল ২০২২

মুন্সিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের পরিবারের নিরাপত্তার বিষয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতারে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

পরে সাংবাদিকদের তিনি জানান, এই ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি