ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রওশন-কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১২ এপ্রিল ২০২২ | আপডেট: ১৯:০৬, ১২ এপ্রিল ২০২২

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ বাংলা নববর্ষ-১৪২৯ (পহেলা বৈশাখ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিরোধী দলীয় নেতা রওশন ও বিরোধী দলীয় উপনেতা কাদের প্রধানমন্ত্রীকে কার্ড পাঠিয়ে এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধীদলীয় উপ নেতার সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়বের কাছ থেকে এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি