ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দক্ষিণ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৪ এপ্রিল ২০২২

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

ঢাকা সেনানিবাসস্থ সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিস্কের রক্তক্ষরণ জনিত কারণে চলতি মাসের ৬ তারিখ আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণ করেন।

বুধবার ১৩ এপ্রিল তাঁর লাশ দেশে এসে পৌঁছায়। সকল আনুষ্ঠানিকতা শেষে সেনা সদস্যের লাশ দাফনের জন্য আজ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তাঁর নিজ গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি