ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রয়লার মুরগির কেজি ১৭০, বেগুন ১২০ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ১৫ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:২৯, ১৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

আরো একদফা বেড়েছে বেগুন ও ব্রয়লার মুরগির দাম। ভোজ্যতল, ডাল, ছোলাসহ ইফতারি পণ্যও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। 

রোজার শুরুতে বেগুনের দাম বেড়ে হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা। নববর্ষের অজুহাতে সেই বেগুন এখন কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১২০ টাকা। যদিও রোজার আগে কারওয়ানবাজারে বেগুনের কেজি ছিল ২০ থেকে ৪০ টাকা।

এদিকে শুক্রবার শসার দাম কেজিতে কমেছে ৩০ টাকা। তবে বাজারে এখনও ৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজিই।

রোজার পর বেগুনের দাম কমে যাবে বলে জানিয়েছেন বিক্রেতারা। 

এদিকে এখনও বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। ব্যবসায়ীরা শিমের কেজি বিক্রি করছেন ১০০ থেকে ১২০ টাকা। কিছুদিন আগে শিমের কেজি ছিল ৬০ টাকা।

শিমের মৌসুম শেষ, এখন বাজারে যে শিম আসছে তা বিশেষ ভাবে চাষ করা। তাই দাম বেশি বলে জানাচ্ছেন বিক্রেতারা। 

এদিকে পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা।

সজনে ডাটা গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।

পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি, কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

মাছের দামও রয়েছে অপরিবর্তিত। এদিকে গরুর মাংশ এখনও ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে।

সয়াবিন তেল, ছোলা, ডাল, পেয়াজ, রসুনসহ অন্য পণ্যও আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে।

এসবি/ 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি