ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঈদ যাত্রায় দুর্ঘটনা ও ভোগান্তি বাড়ার আশঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৭ এপ্রিল ২০২২

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব অধ্যাপক হাদিউজ্জামান

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব অধ্যাপক হাদিউজ্জামান

এবারের ঈদে বাড়ি ফেরা যাত্রীর সংখ্যা দ্বিগুণ হবে; তাই দুর্ঘটনা বাড়ার আশঙ্কা করছে যাত্রী কল্যাণ সমিতি। রোববার এক সংবাদ সম্মেলনে সমিতি জানায়, অতিরিক্ত চাপে ব্যাপক ভোগান্তিতেও পড়তে হবে যাত্রীদের। সেইসঙ্গে রেল-লঞ্চে টিকিট কালোবাজারি বন্ধসহ ঈদযাত্রায় সঠিক ব্যবস্থাপনার তাগিদ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

প্রতিবছর ঈদ যাত্রায় দুর্ঘটনার সংখ্যা বাড়ে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের ২০১৮ ও ২০১৯ সালের তথ্যানুযায়ী, ১ কোটি ১৫ লাখ মানুষ প্রতি ঈদে বাড়ি গেছেন। করোনার কারণে গত দুই বছর কম গেলেও এবার যাবেন দ্বিগুণ মানুষ।

বুয়েটের গবেষণা বলছে, ঈদের চার দিন আগে থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়বেন। এসময় দিনে বাসে ৮ লাখ, ট্রেনে ১ লাখ, লঞ্চে দেড় লাখ এবং ব্যক্তিগত বাহনসহ ১৫ লাখ মানুষ পরিবহন সুবিধা পান; বাকি ১৫ লাখ মানুষ ঝুঁকি নিয়েই ফেরেন বাড়ি। এবার সেটি আরো বেশি হবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব অধ্যাপক হাদিউজ্জামান বলেন, ঈদযাত্রায় প্রতিবারের চেয়ে এবার অনেক বেশি ঝুঁকি রয়েছে। ব্যবস্থাপনা সঠিকভাবে করতেও নানা পরামর্শ উঠে আসে সংবাদ সম্মেলনে।
 
তাই ঈদযাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরপরই পরিবারের সদস্যদের আগে বাড়ি পাঠানোর আহ্বান জানায় যাত্রী কল্যাণ সমিতি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি