ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:৩৬, ১৯ এপ্রিল ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন উৎসব উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা ছবি ব্যবহার করে আসছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষের মতো বিভিন্ন উৎসব উপলক্ষে তাঁর সরকারি শুভেচ্ছা কার্ডে সারাদেশ থেকে সংগৃহীত বিশেষ শিশুদের আঁকা বিভিন্ন ছবি ব্যবহার করছেন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ১৫টি শিশুর অঙ্কন এবং এ বছরের আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অনুরূপ ১১টি শিশুর অঙ্কন তাঁর সরকারি শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন।

কায়েস বলেন, নির্বাচিত ড্রইংয়ের প্রত্যেক শিল্পীকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত বা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের কাছে শুভেচ্ছা কার্ড পাঠান প্রধানমন্ত্রী। 

এসব কার্ডে বিভিন্ন প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি ব্যবহার করেন তিনি। (বাসস)

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি