ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সংঘাত নিয়ন্ত্রণে নিউ মার্কেটে বিপুল সংখ্যক পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৯ এপ্রিল ২০২২

নিউ মার্কেট এলাকায় ঘণ্টাতিনেক ধরে চলা ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে এখনো মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। 

স্থানীয়দের ভাষ্য, গতকাল সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর কাপড় কিনতে গেলে এক দোকানদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা।

পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। তার সকাল থেকেই সায়েন্সল্যাব এলাকায় সড়ক বন্ধ করে দেয় তারা।

এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মুখোমুখি অবস্থান নিয়ে দফা-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া দেন। এসময় অনেককে লাঠি সোটা নিয়েও ধাওয়া দিতে দেখা গেছে। উভয়পক্ষ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি