ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউমার্কেটে সংঘর্ষ: ডিবিতে যাচ্ছে ২ হত্যা মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান ব্যবসায়ী ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলার মধ্যে দুই হত্যা মামলার তদন্তভার পাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংঘর্ষের মধ্যে পড়ে ডেলিভারিম্যান নাহিদ মিয়া নিহতের ঘটনায় বুধবার রাতে একটি হত্যা মামলা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম জানান, নিহত নাহিদের চাচা সাইদ যে হত্যা মামলাটি করেছেন, তা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সবকিছু গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে।

আর দোকান কর্মচারী মোরসালিন নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে আরেকটি হত্যা মামলা হয়েছে। এ মামলাতেও অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ বলেন, ‘এই মামলাটিও গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এছাড়া বাকি দুই মামলার তদন্ত নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কাইয়ুম।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি