ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গণপরিবহন মেরামত ও রঙ করায় ব্যস্ত মালিকরা (ভিডিও) 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২৩ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:১৯, ২৩ এপ্রিল ২০২২

পুরাতনকে নতুন রূপ দিতে ব্যস্ত গণপরিবহন মালিকরা। ঈদ উপলক্ষে বাস- লঞ্চে ছড়ানো হচ্ছে রং।  মেরামত করা হচ্ছে ট্রেনের বগি। 

যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে, এবারের ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটিরও বেশি মানুষ। আর এই চাপ সামাল দিয়ে প্রস্তুতি চলছে বাড়তি যানবাহন নামানোর।  

রাজধানীর ওয়ার্কসপগুলোতে এ ব্যাস্ততা তারই প্রমাণ। পুরানো কিংবা রং চটা বাসে ছড়ানো হচ্ছে নতুন রঙ।  পুরনো ইঞ্জিন আর চেসিসের উপর বসানো হচ্ছে নতুন বডি।

কেরানীগঞ্জসহ আশপাশের ডক ইয়ার্ডেগুলোতে ব্যস্ততা। লঞ্চের ত্রুটিগুলো মেরামতসহ পড়ছে রঙের প্রলেপ। 

ঈদে বাড়তি যাত্রী সামলাতে প্রতিটি ট্রেনেই থাকছে অতিরিক্ত বগি। কমলাপুরে প্রতিটি বগি পরীক্ষা করে দেখা হচ্ছে। ঈদেযাত্রায় লক্করঝক্কর যানবাহনে জীবন যেন হুমকিতে না পড়ে সে চাওয়া সকলের।
 
আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি