ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এ যেন ঈদের আগেই আরেক ঈদ! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২৮ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:০০, ২৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। সকালে কমলাপুর ছেড়ে গেছে ঈদযাত্রার সব ট্রেন। সিডিউল বিপর্যয় রোধে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রংপুরগামী যাত্রীদের। বাড়ি যাওয়ার আনন্দে তাই মশগুল যাত্রীরা। বাস কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় নেই মানুষের। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কাউন্টারগুলোতে রয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

ঈদযাত্রার দ্বিতীয় দিন সকালে কমলাপুর রেলস্টেশনে ছিল না খুব বেশি ভিড়। সামান্য সিডিউল বিপর্যয় হলেও ছেড়ে গেছে সবগুলো গন্তব্যের ট্রেন। সকল ঝক্কি-ঝামেলা সামলে স্বজনের কাছে ফেরার আনন্দের ঘোরে সকলেই।

রংপুরগামী রংপুর এক্সপ্রেস যথাসময়ে ঢাকা পৌঁছতে না পারায় দুর্ভোগ কমাতে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসকে বিকল্প হিসেব পাঠিয়েছে রেল কর্তৃপক্ষ। পথের ভোগান্তি এড়াতে আগেভাগের এ যাত্রা যেন ঈদের আগেই আরেক ঈদ।

বাস কাউন্টারগুলোতেও এখন নেই যাত্রীর চাপ। বিআরটিএর নির্ধারিত ভাড়া কার্যকরে অভিযানে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী প্রায় সবগুলো লঞ্চেই উপচেপড়া ভিড়। পন্টুনে পা ফেলার জায়গা নেই। 

নৌযাত্রা নির্বিঘ্ন রাখতে সচেষ্ট রয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি