ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দুই বছর পর নতুন সাজে জাতীয় ঈদগাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ২৯ এপ্রিল ২০২২

জাতীয় ঈদগাহের একটি চিত্র

জাতীয় ঈদগাহের একটি চিত্র

মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাসের কারণে গেল দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে হয়নি কোনো ঈদের নামাজ। তবে এবার করোনার প্রকোপ কমে আসায় জীবনযাপন স্বাভাবিক হওয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে জাতীয় ঈদগাহ। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এখানে। এজন্য জোরেশোরে চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ।

শুক্রবার (২৯ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, ঈদগাহ মাঠে বাঁশ দিয়ে প্যান্ডেল করার কাজ শেষ। বৃষ্টির শঙ্কায় প্যান্ডেলে টানানো হচ্ছে শামিয়ানা ও ত্রিপল। চারপাশেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারো সরদার অ্যান্ড সন্স। মাঠের মাইক ও বৈদ্যুতিক সংযোগের কাজও চলছে সমানতালে। গরমে মুসল্লিরা যাতে কোনো কষ্ট না পান, সেজন্য সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হবে। এছাড়াও ওজুর ব্যবস্থাসহ স্থাপন করা হচ্ছে মোবাইল টয়লেটও। 

এদিকে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চারিদিকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। 

হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রায় ৮৪ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারেন। নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়। চাঁদ দেখা সাপেক্ষে, সোমবার (২ মে) কিংবা মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। 

এ বছর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া ভালো না থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত করার প্রস্তুতিও নেয়া হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি