ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, চলছে থেমে থেমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১ মে ২০২২ | আপডেট: ১০:২০, ১ মে ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় শুরু হয়েছে যানজট। থেমে থেমে চলছে যানবাহন। 

পোশাক কারখানা ছুটি হওয়ায় শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ আরো বেড়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে  থেমে থেমে চলছে যানবাহন। এতে  ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।

মহাসড়কের গোড়াই থেকে  বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮১০ সদস্য মোতায়েন করা হয়েছে।

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরবঙ্গের যানবাহনগুলো একমুখী হয়ে যাচ্ছে অপরদিকে বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকার দিকে যানবাহনগুলো গোবিন্দাসী- ভুঞাপুর হয়ে এলেঙ্গায় এসে মিলিত হচ্ছে। যেকারণে এবারে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কিছুটা কম।

এদিকে অতিরিক্ত যানবাহন থাকলেও যাত্রীর তুলনায় তা কম হওয়ায় রাতেও বিপুল সংখ্যক ঘরমুখো মানুষকে স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে।  

আর সাভারের আশুলিয়ায় এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলায় সৃষ্টি হচ্ছে যানবাহনের ধীরগতি। এতে বাড়ছে ভোগান্তি। 

মহাসড়কের যানজটমুক্ত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি