ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টাকার বাজারে টাকায় মেলে নতুন নোট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১ মে ২০২২

Ekushey Television Ltd.

ঈদের অন্যতম আকর্ষণ সালামি। সব বয়সের মানুষের কাছেই ঈদের সালামি দেওয়া নেওয়ার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মজাই আলাদা। আর এই ঈদের সালামি যদি হয় একেবারে নতুন চকচকে নোটে, তাহলে কেমন হয়?

সালামির জন্যে ঈদের আগে বাজারে নতুন নোটের চাহিদা বাড়ে সর্বত্র। ব্যাঙ্কও বাজারে আনে নতুন নোট। 

তবে ব্যাঙ্ক থেকে নতুন টাকা নিতে পারেন না অনেকেই। তবে অস্থায়ী টাকার দোকানে বিক্রি হতে দেখা যায় নতুন নোট। 

ঈদে সালামি দেওয়ার জন্য নতুন টাকা টাকা দিয়ে কেনেন অনেকেই।

এসব দোকানে ২ টাকার বান্ডিল ৩শ টাকা, ১০ টাকার বান্ডিল ১ হাজার ১৫০ টাকা, ২০ টাকার বান্ডিল ২ হাজার ২৫০ টাকা, ১০০ টাকার বান্ডিল ১০ হাজার ১০০ টাকা।

তবে, বাজারে ছিল না ৫ টাকা ও ৫০ টাকার বান্ডিল। ঈদ ঘনিয়ে আসার আগে আগে এসব নোটের বান্ডিলও পাওয়া যাবে বলে জানান দোকানিরা। 

ফলপট্টি এলাকার অস্থায়ী টাকার দোকানি রহিম মুন্সী জানান, প্রতিবছরই ঈদের সময় নতুন টাকার বেশ চাহিদা থাকে। এবারও চাহিদা রয়েছে। কিছু নোট এখন বাজারে অপর্যাপ্ত রয়েছে। তবে তা ঈদের আগে চলে আসবে।

ক্রেতা ওবায়দুল্লাহ জানান, ব্যাংকে চাইলেও টাকা পাওয়া যায় না। বড় বড় ব্যবসায়ীরা আগেই টাকা নিয়ে যায়। ঈদে তো বাচ্চারা নতুন টাকা সালামি চায়। নতুন টাকা পেলে খুশি হয়। তাই গ্রামে যাওয়ার আগে নতুন টাকা নিয়ে যাই। দেড় দুইশ টাকা বেশি দিয়ে টাকা কিনে নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরই তো ঈদ তাদের খুশিতে আমাদের খুশি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি