ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

অনুষ্ঠিত হল মু‌হিতের শেষ জানাজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১ মে ২০২২ | আপডেট: ১৭:০২, ১ মে ২০২২

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিতের শেষ জানাজা নামাজ অনু‌ষ্ঠিত হয়েছে। নগরীর ঐ‌তিহা‌সিক আলিয়া মাদ্রাসা মাঠে দুপুর ২টার দিকে অনু‌ষ্ঠিত জানাজায় হাজা‌রও মানুষ অংশ নেন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্ত‌রের মানু‌ষের শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত মুহি‌তের মর‌দেহ জানাজার জন্য আলিয়া মাদ্রাসা মা‌ঠে নি‌য়ে আসা হয়। নগরীর রায়নগ‌রে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

জানাজার পূর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ‌ কে আব্দুল মো‌মেন প্রয়া‌তের প‌রিবা‌রের প‌ক্ষে সং‌ক্ষিপ্ত বক্তৃতায় সাবেক অর্থমন্ত্রী মুহি‌তের জীবদ্দশায় অসাবধানতাবশত ভু‌লের জন্য ক্ষমা চে‌য়ে প্রয়া‌তের জন্য দোয়া কামনা ক‌রেন। ‌

তি‌নি ব‌লেন, ‘আমার বড়ভাই সারাজীবন মানু‌ষের জন্য কাজ ক‌রে‌ছেন। এ সময় কা‌রও ম‌নে ‌তি‌নি অসাবধানতাবশত কষ্ট দি‌য়ে থাক‌লে আপনারা তা‌কে ক্ষমা ক‌রে দে‌বেন। তার কোনো দেনা থাক‌লেও তাও প‌রি‌শোধ করা হ‌বে।’

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘আমরা ভাই হা‌রি‌য়ে‌ছি, আর জা‌তি সম্পদ হা‌রি‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী আমার বড় ভাই‌কে কাজ করার সু‌যোগ দি‌য়ে‌ছি‌লেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি।’

এসময় প্রয়া‌তের বড় ছে‌লে সা‌হেদ মুহিতসহ প‌রিবা‌রের সদস্য, আত্মীয়স্বজন, জনপ্র‌তি‌নি‌ধি, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতাকর্মীসহ সর্বস্ত‌রের মানুষ জানাযায় অংশ নেন।

শ‌নিবার সাবেক অর্থমন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশান আজাদ মসজিদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযার পর সড়কপ‌থে তার মর‌দেহ সি‌লে‌টে নি‌য়ে আসা হয়। শ‌নিবার রাত ১০টার দি‌কে সি‌লে‌টে আনার পর রা‌তে নগরীর ধোপা‌দিঘীরপা‌ড়ের পা‌রিবা‌রিক বাসা হা‌ফিজ কম‌প্লে‌ক্সে রাখা হয়।

রোববার দুপুর ১২টায় নগরীর ধোপা‌দিঘীরপা‌ড়ের বাসা হা‌ফিজ কম‌প্লেক্স ‌থে‌কে সা‌বেক অর্থমন্ত্রীর মর‌দেহ অ্যাম্বু‌লে‌ন্সে ক‌রে সি‌লেট কেন্দ্রীয় শহীদ মিনা‌রে আনা হয়। সেখা‌নে মহানগর পু‌লি‌শের এক‌টি চৌকস দল ভাষা‌সৈ‌নিক ও মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক আবুল মাল আবদুল মু‌হি‌তের প্র‌তি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এরপর প্রয়া‌তের প্র‌তি সম্মান দে‌খি‌য়ে এক মি‌নিট নীরবতা পালন করা হয়। সর্বশেষ সর্বস্ত‌রের মানুষ প্রয়া‌তের প্র‌তি ফু‌লেল শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুহিত। তিনি ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর-নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। এই সময়ে তিনি অর্থমন্ত্রী হিসেবে দেশের সবচেয়ে বেশিবার বাজেট প্রণয়নের রেকর্ড গড়েন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি