ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১ মে ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে তাঁর পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সাথে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি