ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ উদযাপনে রঙিন সারাদেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২ মে ২০২২ | আপডেট: ২২:১৪, ২ মে ২০২২

Ekushey Television Ltd.

রাত পোহালেই ঈদুল ফিতর। করোনাভাইরাসের কারণে গলে দুই বছর এই উৎসব আয়োজনে ভাটা পড়েছিল। তবে এবছর ঈদ উদযাপনে রঙিন সারাদেশ।

আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামাতটি হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এছাড়া বায়তুল মোকাররম হবে পাঁচটি ঈদের জামাত। 

দীর্ঘ মহামারির পর কমে এসেছে করোনাভাইরাসের প্রকোপ, সাথে ঈদের দীর্ঘ ছুটি। এই ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ। সারাদেশে তৈরি হয়েছে উৎসবের আমেজ। অনেক দিন পর গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। হাসি আনন্দে ঈদ আয়োজনে রঙিন হয়ে ওঠেছে সারাদেশ। 

এদিকে ফাঁকা ঢাকার মোড়ে মোড়ে জাতীয় পতাকার পাশাপাশি উড়ছে ঈদের শুভেচ্ছা বাণী সম্বলিত পতাকাও। স্বজনদের সাথে ঈদ উদযাপনে ব্যস্ত মানুষ। 

দুই বছর পর এবার রোজার ঈদের প্রধান জামাতটি হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেই জামাতে নামাজ পড়বেন ঈদের সকালে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় শুরু হয়ে ঈদের নামাজের পাঁচটি জামাত হবে। এছাড়া পাড়া মহল্লায় হবে একাধিক ঈদের জামাত।  

এদিকে ফাঁকা ঢাকা পেয়ে খুশি নগরবাসী। যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ। 

গুলশান ট্রাফিক জোন পুলিশ সার্জেন্ট কমলেশ বিশ্বাস বলেন, রাস্তার দুই পাশের গাছে গাছে শোভা পাচ্ছে নানা রঙের ফুল, যেন প্রকৃতির মাঝেও ঈদের আনন্দ। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি