বৃষ্টিস্নাত ঈদের সকাল
প্রকাশিত : ০৮:৩৪, ৩ মে ২০২২ | আপডেট: ০৯:০৫, ৩ মে ২০২২
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।
মঙ্গলবার (৩ মে) সকালে রাজধানীর কিছু এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লাতেও বৃষ্টি হচ্ছে। ঢাকার আশেপাশের জেলাতেও বৃষ্টি হয়েছে।
এদিকে দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে সকাল থেকে রাজশাহীতে প্রায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নওগাঁয় ৩৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার, রাজারহাটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসবি/
আরও পড়ুন