ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৩ মে ২০২২

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেছেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান। নামাজে মুকাব্বিরের দায়িত্ব পালন করেছেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। মসজিদের প্রবেশ গেটগুলোতে তল্লাশি করে মুসল্লিদের ভেতরে যেতে দেওয়া হয়েছে। প্রবেশ গেট গুলোতে বসানো হয়েছে আর্চওয়ে।

দৃশ্যমান টহল ছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

অন্যদিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জামাত হয়েছে সকাল ৮টায়। ইমামতি করেছেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির ছিলেন সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত হয়েছে সকাল ৯টায়। ইমামতি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির ছিলেন খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাত হয় সকাল ১০টায়। ইমামতি করেন পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মুকাব্বির থাকবেন খাদেম  মো. শহিদ উল্লাহ।

পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির ছিলেন খাদেম মো. রুহুল আমিন।

এই ৫টি জামাতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি