ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভ থেকে চুরি হওয়া ডলার উদ্ধার করা হবেঃ ফজলে কবির

প্রকাশিত : ১৫:০৬, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০৬, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধার করা হবে প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকে তার প্রথম কার্যদিবসে শুরুতে সাংবাদিকদের একথা বলেন, নবনিযুক্ত গভর্নর ফজলে কবির।  এসময় তিনি বলেন, অভ্যন্তরীন যেসকল দূর্বলতার কারনে এই অর্থ চুরির ঘটনা ঘটেছে। এ  বিষয়ে নিরাপত্তা জোরদার করা হবে। এ ঘটনায় কেন্দ্রিয় ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে যে আস্থাহীনতা  সৃষ্টি হয়েছে তা ফিরিয়ে আনতেও তার চেষ্টা অব্যহত থাকবে বলে জানান তিনি। এছাড়া, বিভিন্ন ধাপে পরিবর্তন আনারও আভাস দেন গভর্নর। এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ায় সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি। গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আতিউর রহমান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি