ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতুতে দর্শনার্থীদের ভিড় (ভিডিও)

মানিক শিকদার

প্রকাশিত : ১২:১৬, ৫ মে ২০২২

Ekushey Television Ltd.

ঈদ আনন্দে পদ্মা সেতু দেখতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। নিজেদের টাকায় নিজের সেতুকে কেন্দ্র করে পদ্মার দুই পাড় এখন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন। 

উত্তাল পদ্মার বুকে বাংলার গর্বের প্রতীক। নিজেদের টাকায় নিজেদের সেতুর উদ্বোধন হবে এ বছরই।

ঈদ আনন্দের সাথেও তাই জড়িয়ে গেছে পদ্মার মোহনীয় আবেশ। তাইতো নদীর দু তীরে এমনই জনস্রোত। 

বন্ধু, পরিবার ও আর প্রিয়জন সাথে নিয়ে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে।

এখানে ঘুরতে আসা একজন জানান, তিনি দেশের বাইরে থাকেন, এবারে দেশে এসে পদ্মাসেতু দেখার সুযোগ হারাতে চাননি তিনি। 

আরেকজন পত্মাসেতু এলাকার প্রকৃতি মনোমুগ্ধকর। এক নারী আবার বলেন, "জায়গাটা এতোটাই সুন্দর, আমার মনেহয় এতোসুন্দর জায়গায় আগে কখনো আসিনি।"

নদীর তীরে দাড়িয়ে গোধুলীর সোনালী আলোয় নদী ও সেতুর সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। 

প্রিয় মুহুর্ত ক্যামেরাবন্দী করতে ভুল করছে না কেউ। সেই সাথে নৌভ্রমণ দিচ্ছে বাড়তি আনন্দ।

সন্ধ্যার পর ঢাকা মাওয়া সড়কের মায়াবী হাতছানিতে থামতে বাধ্য হচ্ছেন অনেক দর্শনার্থীরা।

এসবি/    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি