ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ৬ মে ২০২২

Ekushey Television Ltd.

ঝড়-বৃষ্টির প্রবণতা শুক্রবারও অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা কয়েকদিন ধরে অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকাসহ বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, কুমিল্লা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, শ্রীমঙ্গল, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা ও খেপুপাড়ায় বৃস্পতিবার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, শুক্রবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।

তিনি বলেন, “আন্দামান ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ধীরে ধীরে ঘনীভূত হবে। শনিবারের দিকে নিম্নচাপে রূপ নিতে পারে।”

এ আবহাওয়াবিদ জানান, নিম্নচাপে রূপ নিলে তাপমাত্রা বাড়ার প্রবণতাও থাকবে বিভিন্ন এলাকায়। এসময় কোথাও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহেই বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন শঙ্কায় সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি