ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৭ মে ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামানের কাছে একটি লঘুচাপ তৈরি হয়েছে। সাগরের উত্তাপ বেড়ে যাওয়ায় লঘুচাপটি রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে  আবহাওয়া অধিদপ্তর।

তবে তা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত করেননি আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হোক বা না হোক, আগামী এক সপ্তাহ দেশের আবহাওয়া অস্থির থাকতে পারে। সাগরে একদিকে নিম্নচাপের আশঙ্কা। আর দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিনে আকাশ মেঘমুক্ত থাকায় দেশের বেশিরভাগ এলাকার গরম আরও বাড়তে পারে। 

এদিকে দেশের বেশিরভাগ স্থানের গড় তাপমাত্রা বাড়লেও মাঝেমধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ায় কিছুটা স্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (৭ মে) রাজধানীসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি