ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৮ মে ২০২২

Ekushey Television Ltd.

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ মে) রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসক শাকিল গফুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে বলেও রমেক হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি