‘আস্থার সংকট কাটাতে পারলে শতাধিক আসনে ইভিএমে ভোট’ (ভিডিও)
প্রকাশিত : ২১:৩২, ৯ মে ২০২২ | আপডেট: ২১:৩৮, ৯ মে ২০২২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার হবে কি না সেটি ইসির সিদ্ধান্ত। তবে আস্থার সংকট কাটিয়ে উঠতে পারলে একশ আসন প্রয়োজনে আরো বেশি আসনে ইভিএমে ভোট হতে পারে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
নির্বাচন কমিশনের দাবি, জাতীয় সংসদের সকল আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা এই মুহূর্তে তাদের নেই। হাতে থাকা দেড় লাখ ইভিএম দিয়ে একশ বা তার কিছু বেশি আসনে নির্বাচন করা গেলেও তিনশটিতে সম্ভব নয়।
নির্বাচনে ইভিএম ব্যবহারে ক্ষমতাসীন দল ইতিবাচক; বিপরীতে বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের অনাস্থা রয়েছে। বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজেরও পক্ষে-বিপক্ষে অবস্থান। ইভিএম ব্যবহারে সবার আস্থার সংকট দূর করতে উদ্যোগ নেবে ইসি- জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, তিনশ আসনে ইভিএমে ভোট করতে সক্ষমতা বাড়াতে হবে; বড় ধরনের চ্যালেঞ্জ নিতে হবে কমিশনকে।
নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে কোনো রাজনৈতিক দলের অনুরোধ আসেনি বলেও জানান তিনি।
আরকে//
আরও পড়ুন