ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কালবৈশাখী ও বৃষ্টির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৩ মে ২০২২

Ekushey Television Ltd.

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে এসে ঘূর্ণিঝড় ‘অশনি’ বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে। এর প্রভাবে গত কয়েক দিন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় কালবৈশাখীসহ বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, “শুক্রবার সকালে রংপুর, বগুড়া, পাবনা, রাজশাহীতে কালবৈশাখী হয়েছে। এর পাশাপাশি টাঙ্গাইল, কুমিল্লাতেও ঝড় হতে পারে।”

তিনি জানান, রাজধানীতে এর রেশ আসার সম্ভাবনা আছে। তবে গাজীপুরের ওপর দিয়েও তা চলে যেতে পারে। সে ক্ষেত্রে রাজধানীতে ঝড় না–ও হতে পারে।

সকাল সাতটায় ঢাকা ও এর আশপাশের আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বজলুর রশীদ আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল সৈয়দপুরে। ৯৮ মিলিমিটার। রাজধানীতে ১৪ মিলিমিটার, এর পাশাপাশি টেকনাফে ৪৬ ও তেঁতুলিয়ায় ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি