বাজেট অধিবেশন ৫ জুন
প্রকাশিত : ১৮:০৫, ১৮ মে ২০২২ | আপডেট: ১৮:০৭, ১৮ মে ২০২২
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসবে আগামী ৫ জুন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
ওই দিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন বসবে। আর আগামী ৯ জুন বাজেট পেশ করা হবে।
বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।
চলতি অর্থবছরের বাজেট গত বছর ৩ জুন উপস্থাপন করা হয়েছিল। সেদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেছিলেন, যা ৩০ জুন অনুমোদন করেছিল সংসদ।
এসি
আরও পড়ুন