বাংলাদেশ-ভারত নৌবাহিনীর সমন্বিত মহড়া শুরু
প্রকাশিত : ১৭:০৬, ২৩ মে ২০২২
উত্তর বঙ্গোপসাগরের আজ বাংলাদেশ নেভি-ইন্ডিয়ান নেভি কোঅর্ডিনেটেড প্যাট্রোল (সিওআরপিএটি)’র দুই দিনব্যাপী চতুর্থ মহড়া শুরু হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মহড়ার অংশ হিসেবে, দুদেশের নৌ-বাহিনী আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) দিয়ে এই যৌথ মহড়া চালাচ্ছে।
সর্বশেষ ভারত-বাংলা সিওআরপিএটি অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের অক্টোবর মাসে। বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস আবু উবাইদাহ সাথে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী কোরা এবং গভীর সমুদ্রের টহল জাহাজ সুমেধা অংশ নিয়েছে।
এছাড়াও, উভয় নৌ-বাহিনীর উপকূলীয় টহল বিমানও এই সমন্বিত মহড়ায় অংশ নেবে। নিয়মিত সিওআরপিএটিএস পরিচালনার ফলে সাগরের উপকূলে নানা ধরনের হুমকি মোকাবিলায় পারস্পারিক বোঝাপরা জোরদার হবে এবং উভয় দেশের নৌ-বাহিনীর আন্তঃযোগাযোগ বাড়বে।
এসি
আরও পড়ুন