ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাঙ্কিপক্স শনাক্তের গুজব ছড়ানো হচ্ছে: বিএসএমএমইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৩ মে ২০২২ | আপডেট: ২২:১৬, ২৩ মে ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একজন ব্যক্তির শরীরে বিশ্বব্যাপী নতুন আতঙ্ক হিসেবে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএসএমএমইউ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার বিকালে একজন চিকিৎসকের বরাত দিয়ে মুহূর্তের মধ্যে ওই বার্তা ভাইরাল হয়ে যায়। 

তবে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, একটি মহল গুজব ছড়াচ্ছে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোনও মাঙ্কিপক্সের রোগী পাওয়া যায়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে এমন কাজ করেছে।

বৃহস্পতিবার (২৬ মে) প্রতিষ্ঠানটি মাঙ্কিপক্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি