ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এসপি থেকে অতিরিক্ত ডিআইজি হলেন ৪৩ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ৩১ মে ২০২২

পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশের ৪৩ জন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে চিঠি পাঠাতে হবে।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি