ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাংলাদেশের ক্রিকেটার তামিমের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:১০, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১০, ২০ মার্চ ২০১৬

তামিম ইকবাল খান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। খুব অল্প সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো বক্ত সমর্থক। ১৯৮৯ সালে আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহন করেন এই বাহাতি ব্যাটসম্যান। তামিম ইকবালের ২৭তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। তামিম ইকবাল খান। সবাই ভালোবেসে তামিম নামেই ডাকেন এই ড্যাশিং ওপেনারকে। ২০০৭ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তাঁর। ওয়ানডেতে ১৫৩টি ম্যাচ খেলে করেছেন ৪৭১৩ রান। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করে ম্যাচ সেরা পুরষ্কার পান তিনি। এছাড়া ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থেকে করেছেন ১১৬ রান। আর ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৯ রান করে ম্যাচ জিতিয়ে সেরা পুরষ্কারটিও তুলে নেন তাঁর হাতে। ২০০৮ সালে প্রথম সাদা জার্সিতে মাঠে নামেন নিউজ্যিান্ডের বিপক্ষে। এপর্যন্ত ৪২টি ম্যাচ খেলে রান করেছেন ৩১১৮। ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে মেলে ধরেন তামিম। ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে অপরাজিত থেকে ক্যারিয়ারের সর্বোচ্চ ১০৩ রান করেন তিনি। সেই সাথে টি-টুয়েন্টিতে প্রথম বাংলাদেশী হয়ে এক হাজার রান করেন এই ড্যাশিং ব্যাটসম্যান। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট লিগেও খেলেন এই বাহাতি ওপেনার। ২০০৪ সালে থেকে খেলছেন চিটগং ডিভিশনের হয়ে। এছাড়া নটিংহামশেয়ার, চিটগং কিংস ও দুরন্ত রাজশাহির হয়ে খেলেছেন তিনি। এরপর ২০১২ সালে আইপিএলয়ে খেলেন পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার দলের হয়ে। আর ২০১৬ সালে পাকিস্তানের পিসিএলে খেলেন পেসওয়ার জামিলের জার্সি গায়ে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি