ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করছে সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কুমিরা নামক স্থানে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাসায়নিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

এ ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর নির্দেশে ২৪ পদাতিক ডিভিশন গতকাল রাত হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রোববার (৫ জুন) আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’কে অগ্নিনির্বাপণ এবং উদ্ধার অভিযানে সহায়তা প্রদানের অংশ হিসেবে ডিপোর বিষাক্ত কেমিক্যাল যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে অত্যন্ত দ্রুততার সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। 

অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের সিএমএইচ চট্টগ্রাম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এছাড়া গুরুতর আহত ব্যক্তিদের বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার বিকেলে চট্টগ্রাম হতে ঢাকায় আনয়ন করা হয়। 

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন সশরীরে উক্ত এলাকায় উপস্থিত হয়ে সার্বিক সহায়তা কার্যক্রম অবলোকন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার জন্য সেনাবাহিনী প্রধান নির্দেশনা প্রদান করেছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি