ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত: খাদ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৬ জুন ২০২২

চালের দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, “সিদ্ধান্ত হয়েছে বেসরকারিভাবে চাল আমদানিতে এবং শুল্কমুক্তভাবে যেন আনা যায় তা নিয়ে আলোচনা হবে।”

তিনি আরও বলেন, “এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্টরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি