ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাঙ্কিপক্স সন্দেহে একজন হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৭ জুন ২০২২ | আপডেট: ১৬:৪৪, ৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

মাঙ্কিপক্স সংক্রমিত সন্দেহে তুরস্কের এক নাগরিককে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, এটা মাঙ্কিপক্স হওয়ার আশঙ্কা কম। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩২ বছর বয়সী তুরস্কের ওই নাগরিক। তার শারীরিক উপসর্গ দেখে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা মাঙ্কিপক্স সংক্রমিত সন্দেহ করে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠান।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘(মাঙ্কিপক্স) সন্দেহে একজনকে আইসোলেট করা হয়েছে, তবে আমরা এখনও নিশ্চিত নই। যেহেতু এটি আমাদের জন্য নতুন রোগ, পরীক্ষা-নিরীক্ষা করতে কিছুটা সময় লাগবে।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি